তাহফিজুল কুরআন একাডেমি
বাদশাহ্ ফয়সল তাহফিজুল কুরআন একাডেমি
Badshah Faisal Tahfizul Quran Academy
পড় তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন (সূরা আল-আলাকঃ১)
- নুরানী বিভাগ
- নাজেরা বিভাগ
- হিফজুল কুরআন বিভাগ(জেনারেল সমন্বিত)
- মাদ্রাসা বোর্ড কারিকুলাম প্লে গ্রুপ থেকে ষষ্ঠ
- আবাসিক / অনাবাসিক
মহান রাব্বুল আলামীন মানুষকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ কিভাবে জীবন-যাপন করবে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামীন সুস্পষ্ট নীতিমালা দিয়ে আল-কোরআন নাযিল করেছেন। আল কোরআন মানব জাতির জন্য হেদায়াত ও সর্বশ্রেষ্ঠ নেয়ামত। পবিত্র কোরআনের আয়াত সমুহ অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাগণ তা মুখস্ত করে নিতেন, সেই ধারাবাহিকতায় কোরআনের হাফিজ তৈরির প্রক্রিয়া অব্যাহত আছে। একই ধারাবাহিকতায় কাঙ্খিত মানের হাফিজ তৈরির জন্য প্রয়োজন উন্নত পরিবেশে হিফজের পাশাপাশি আল-কোরআন অনুধাবনের জন্য যুগোপযোগী পাঠদানের ব্যবস্থা গ্রহণ করা। বাদশাহ ফয়সল ট্রাস্ট এই প্রয়োজনীয়তার বিষয়টি অনুধাবন করে উন্নত শিক্ষা দান পদ্ধতির মাধ্যমে দক্ষ ও যোগ্যে হাফিজে কোরআন তৈরির উদ্দেশ্যে বাদশাহ ফয়সল তাহফিজুল কুরআন একাডেমি প্রতিষ্ঠা করেছে। এ উদ্দেশ্য বাস্তবায়নে আমরা সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি ।মহান আল্লাহ্ তায়ালা আমাদের এ প্রচেষ্টা কবুল করুন। আমিন
অধ্যক্ষ
লে. কর্নেল ড. এ কে এম মাকসুদুল
হক, পিএসসি (অব.)
বাদশাহ্ ফয়সল ইন্স্টিটিউট
(স্কুল এন্ড কলেজ)
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ
- নিজস্ব জমির উপর নির্মিত ক্যাম্পাসে সবুজ-শ্যমল মনোরম পরিবেশে সার্বক্ষণিক সুশৃংখল ও নিরাপত্তার সু-ব্যবস্থাসহ আবাসিকে থাকার সুবিধা
- দক্ষ ও অভিজ্ঞ হাফিজ এবং ক্বারী দ্বারা প্রশিক্ষন প্রদান
- শিক্ষার্থীদের নৈতিক মান-উন্নয়নে নিয়মিত মোটিভেশন প্রোগ্রাম
- শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রদান
- আধুনিক ল্যাবে কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা
- বিনোদনের সু-ব্যবস্থাকল্পে মাসে অন্তত এক দিন ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান।
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান
- শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা
- অনাবাসিক ছাত্রদের জন্য ডে-কেয়ার ব্যবস্থা
- সর্বোপরি দুনিয়ার জন্য যোগ্যে নাগরিক এবং আখেরাতের কল্যাণের জন্য অল্লাহভীরু মানুষ তৈরি-ই আমাদেরমিশন
- পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যপযোগী পরিবেশ
২০/১০-এ, ব-ক# এফ, জহুরী মহল্লা, রিংরোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফোন: ৯১৩১২৮৬, মোবাইলঃ ০১৩০৬-১০০৫২৩,০১৩০৯-১০৮২৬৩,০১৭১৮-০৩৫৪৫২
E-mail:
bficollege@gmail.com
https://www.facebook.com/profile.php?id=61556528135175&mibextid=ZbWKwL