বাংলা ভার্সন
দেশ প্রেমিক ও প্রতিশ্রুতিশীল দেশের বিশিষ্টজনদের অন্যন্য চিন্তার ফসল বাদশাহ্ ফয়সল ট্রাস্ট। ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ঢাকা হাইকোর্টের অন্যতম বিচারপতি এ.কে.এম বাকের এর সুযোগ্য তত্ত্বাবধানে ট্রাস্টের অধীনে ক্রমান্বয়ে গড়ে ওঠে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে প্রতিষ্ঠার এবং ১৯৮২ সালে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী রিং রোডস্থ বর্তমান সুবিশাল ক্যাম্পাসে স্থানান্তরিত হওয়ার পর উত্তরোত্ত সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। বিপুল সংখ্যক শিক্ষার্থীর পদচারণায় একদল মেধাবী পরিশ্রমী শিক্ষক মন্ডলীর নিরলস প্রচেষ্টায় এবং সুযোগ্য অধ্যক্ষ অবসর প্রাপ্ত লে. কর্ণেল ড. এ কে এম মাকসুদুল হক পিএসসি (অব.)-এর দক্ষ পরিচালনায় বাদশাহ্ ফয়সল ইনস্টিটিউট (স্কুল এন্ড কলেজ)
বাংলা ভার্সনে চলমান শাখাসমূহ
১। প্রাক-প্রাথমিক
২। প্রাথমিক
৩। মাধ্যমিক (বালক-বালিকা)
প্রাক-প্রাথমিক (প্লে-কেজি)-এর বৈশিষ্ট্যসমূহঃ
* নিয়মিত নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষাদান।
* প্রতি শনিবার কো-কারিকুলাম (ড্রয়িং, হাতের লেখা, ক্রাফটিং) অনুশীলন।
* ইনডোর গেমসের ব্যবস্থা
* প্রতি ক্লাসে ২০জন করে শিক্ষার্থীর জন্য ২জন ব্লক শিক্ষক ও সার্বক্ষণিক আয়ার সুব্যবস্থা।
* ছড়ায়-ছন্দে ও খেলার মাধ্যমে আকর্ষনীয় পাঠদানের ব্যবস্থা
প্রাথমিক (প্রথম-পঞ্চম শ্রেণি)-এর বৈশিষ্ট্যসমূহঃ
* চতুর্থ শ্রেণি থেকে বালক-বালিকা পৃথক শাখা।
* নিয়মিত শ্রেণি কার্যক্রমের সাথে নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার ব্যবস্থা।
* শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ডিসপ্লে, প্যারেড, পিটি অনুশীলন।
* শিক্ষক মতবিনিময় সভা শ্রেণি শিক্ষকদের নিরবিচ্ছিন্ন তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়নের জন্য যাবতীয় কর্মসূচী বাস্তবায়ন।
* পিইসি পরিক্ষার্থীদের জন্য নিবিড় তত্ত্বাবধানের ব্যবস্থা।
* সার্বক্ষণিক চিকিৎসকের সুব্যবস্থা ও নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান।
মাধ্যমিক (ষষ্ঠ-দশম শ্রেণি)-এর বৈশিষ্ট্যসমূহঃ
* নিয়মিত শ্রেণি কার্যক্রমের সাথে নৈতিক শিক্ষা ক্লাস ব্যবস্থা।
* বালক-বালিকা পৃথক শাখায় পৃথক পৃথক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকামন্ডলীর দ্বারা শ্রেণি কার্যক্রম পরিচালনা।
* অনলাইল ও মাল্টিমিডিয়া পাঠদান পদ্ধতি।
* সহপাঠ ক্রমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও প্রতিভা চর্চার সুযোগ।
* শিক্ষামূলক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা ও প্রদর্শনীতে শিক্ষার্থীদের অংশগ্রহণ।
* বিশুদ্ধ পানি সরবরাহসহ বালক-বালিকাদের জন্য মানসম্মত পৃথক ক্যান্টিন।
* অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় সভাসহ শিক্ষার্থীদের একাডেমি মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মসূচী বাস্তবায়ন।
* লাইব্রেরি ও কম্পিউটার ল্যাবসহ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত ল্যাব।
* বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সহ জাতীয় দিবসে সমূহ পালনে শিক্ষার্থীদের স্বতর্স্ফূত অংশগ্রহণের সুযোগ।
* এছাড়াও শুধুমাত্র বালক শাখার জন্য রয়েছে-
আবাসিক শিক্ষার্থীদের জন্য মান সম্মত ছাত্রাবাস।
শরীর চর্চা ও দক্ষ খেলোয়ার তৈরির জন্য রয়েছে ক্রিকেট একাডেমি।
দক্ষ ও স্বনামধন্য স্কাউট গ্রুপ।